Space for rent
Wednesday, 13 November, 2019, 7:24 PM
১০ হাজার ডলার স্কলারশীপ দিতে চাইঃ আজাদুল হক
Published : Sunday, 8 October, 2017 Time : 1:33 PM, Count: 3834
A+ A- A
ওমর আলী, এনআরবি নিউজ টুয়েন্টিফোর ডটকমঃ ফোবানা চেয়ারম্যান আজাদুল হক বলেছেন, আগামীতে জনপ্রতি ১০ হাজার ডলার স্কলারশীপ দিতে চাই। ১০ জনকে স্কলারশীপ দিতে চাই। এজন্য স্পন্সরদের সহযোগীতা চাই। শনিবার ফ্লোরিডায় ফোবানা সম্মেলনের দিনে ফোবানা স্কলারশীপ ২০১৭ এর চেক বিতরণকালে তিনি একথা বলেন। বর্তমানে জনপ্রতি এক হাজার ডলার স্কলারশীপ দেয়া হচ্ছে বলে তিনি জানান।

এসময় মঞ্চে উপস্থিত ছিলেন এক্সকিউটিভ সেক্রেটারি এম মাওলা দিলু, স্কলারশীপ কমিটির চেয়ারম্যান রেহান রেজা প্রমুখ। এসময় স্কলারশীপ কমিটির চেয়ারম্যান রেহান রেজা বলেন, আগামী বছর আটলান্টায় ফোবানা কনভেনশন অনুষ্ঠিত হবে। যারা ফোবানা স্কলারশীপ স্পন্সর করবেন, ট্যাক্স ফ্রি সুবিধা পাবেন।
এবারে ফোবানা স্কলারশীপ পেয়েছেন সানজিদা রৌফ, লাজানা শাদ, সাদিয়া শারমীন ও জাবির চৌধুরী। স্কলারশীপ প্রাপ্তদের প্রত্যেকের হাতে এক হাজার ডলারের চেক দেয়া হয়। তারা যুক্তরাষ্ট্রের বিভিন্ন বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী বলে জানা গেছে। এর আগে ২০১৫ সালে নিউইয়র্ক ফোবানায় ২ জন, ২০১৬ সালে ওয়াশিংটন ফোবানায় ৩ জনকে স্কলারশীপ দেয়া হয়।

এবারের ফোবানা স্কলারশীপ স্পন্সর করেছেন করেছেন কালিপদ চৌধুরী কেপিসি গ্রুপ, গোলাম ফারুক ভুইয়া, মাসুদ চৌধুরী, মায়া নেহাল, মোঃ আলমগীরগীর, কবীর পাটোয়ারী, রোকসানা পারভীন, ডাঃ রফিক খান, শাহ হালিম, আরিফ আহমেদ, মোঃ মনির পাটোয়ারী, কাজী ওয়াহেদ চৌধুরী, নাহিদ আলী ডেইজি, আবির আলমগীর, নাজমুন নেসা, নাহিদ খান, জসিম উদ্দীন, শফি আহমেদ, নাদের চৌধুরী এবং বাংলাদেশ আমেরিকান ফ্রেন্ডশীপ এসোসিয়েশন ওয়াশিংটন ডিসি।


Editor in Chief: Omar Ali
356, East Rampura, Dhaka-1219, Bangladesh.
Cell: 01712479824, nrbnews24@gmail.com