Space for rent
Wednesday, 13 November, 2019, 7:25 PM
পাসপোর্ট না দেওয়ায় নিউইয়র্কে খোকার জানাজায় তোপের মুখে বাংলাদেশ কনসুলেট
Published : Tuesday, 5 November, 2019 Time : 4:40 PM, Count: 292
A+ A- A
নিজস্ব প্রতিবেদক
> ঢাকার সাবেক মেয়র বীর মুক্তিযোদ্ধা সাদেক হোসেন খোকার জানাজার নামাজের সময় তোপের মুখে পড়েছেন বাংলাদেশ কনসুলেটের এক কর্মকর্তা। জানাজা শুরুর পূর্বে কনসুলেট এর প্রতিনিধি হিসেবে সংক্ষিপ্ত বক্তব্য দেয়ার সময় তোপের মুখে পড়েন শামীম আহমেদ নামের ওই কর্মকর্তা। একাত্তরের অসীম সাহসী গেরিলা মুক্তিযোদ্ধা বিএনপির কেন্দ্রীয় নেতা  সাদেক হোসেন খোকাকে কেন পাসপোর্ট দেয়া হলোনা, তা জানতে চান জানাজায় আসা দলীয় নেতা কর্মী, কমিউনিটির বিশিষ্টজনও প্রবাসীরা।  এসময় হৈচৈ হট্টগোল শুরু হয়। উপস্থিত বিএনপির নেতৃবৃন্দ, সাদেক হোসেন খোকার পুত্র ইশরাক হোসেন ও কমিউনিটির লোকজন পরে উত্তেজিত জনতাকে শান্ত করেন।

এ ব্যাপারে সাদেক হোসেন খোকারপুত্র প্রকৌশলী ইশরাক হোসেন বলেন, মরদেহ দ্রুত দেশে পাঠাতে পরিবারের পক্ষ থেকে আবেদনের পরিপ্রেক্ষিতে ট্রাভেল পাস ইস্যু করা হয়েছে। মঙ্গলবার রাতে এমিরেটসের ফ্লাইটে তারা রওনা দেবেন এবং বৃহস্পতিবার সকালে মরদেহ নিয়ে ঢাকায় অবতরণ করবেন।

এদিকে পূর্ব ঘোষণা অনুযায়ী সোমবার স্থানীয় সময় বাদ এশা নিউইয়র্কের জামাইকা মুসলিম সেন্টারে প্রয়াত সাদেক হোসেন খোকার প্রথম জানাজা অনুষ্ঠিত হয়। এসময় উপস্থিত ছিলেন বিএনপির কেন্দ্রীয় নেতা এম এ সালাম, ঢাকার সাবেক কমিশনার এম এ কাইয়ুম, মালয়েশিয়া বিএনপির সাধারন সম্পাদক মাহবুব আলম শাহ, যুক্তরাষ্ট্র বিএনপি সাবেক সভাপতি ডঃ মজিবুর রহমান, সাবেক সাধারন সম্পাদক জিল্লুর রহমান জিল্লু, গিয়াস আহমেদ, নিউইয়র্ক ষ্টেট বিএনপি সভাপতি ইমরান শাহ রন, মুশফিক ফজল আনসারি প্রমুখ। 

বাংলাদেশ আওয়ামী লীগের কেন্দ্রীয় হাইকমান্ডের নির্দেশে যুক্তরাষ্ট্র আওয়ামী লীগ সভাপতি ডঃ সিদ্দিকুর রহমান অন্যান্য নেতা কর্মীদের নিয়ে বিএনপি নেতা সাদেক হোসেন খোকার জানাজায় উপস্থিত ছিলেন বলে জানা গেছে।


Editor in Chief: Omar Ali
356, East Rampura, Dhaka-1219, Bangladesh.
Cell: 01712479824, nrbnews24@gmail.com